শীতে শিশুর যত্নে কোন লোশন, তেল, শ্যাম্পু বা ক্রিম ব্যবহার করা উচিত

শীতে শিশুর যত্নে কোন লোশন, তেল, শ্যাম্পু বা ক্রিম ব্যবহার করা উচিত
ঋতুর পালা বদলের নিয়ম মেনে প্রকৃতিতে আসতে চলেছে শীত। শীতের ঠান্ডা আবহাওয়ায় কাবু হতে দেখা যায় সব বয়সী মানুষদেরই। তাই নিতে হয় আমাদের একটু বাড়তি প্রস্ততি। শীতে প্রকৃতিতে যে পরিবর্তন আসে তার সঙ্গে মানিয়ে নিতে শিশুর একটু কষ্ট হয়। তাই বাবা-মায়ের শিশুর প্রতি বেশি সতর্ক থাকতে হবে। শিশুরা সাধারণত সংবেদনশীল ও নরম ত্বকের অধিকারী। এই সময় শিশুদের ত্বক বেশি রুক্ষ হয়ে যায়। শীতে শিশুর কোমল ত্বকের যত্ন নিতে অবশ্যই ভালো মানের লোশন, তেল, শ্যাম্পু বা ক্রিম ব্যবহার করা উচিত। আজ আমরা জানাবো শিশুর যত্নে কোন প্রসাধনী ব্যবহার করা উত্তম।
বেবি ওয়াশ বা বেবি সোপঃ
আবহাওয়া যেমনই হোক আপনার শিশুর গোসলের জন্য কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে হবে। গোসল করাতে বার সোপ-এর চেয়ে শিশুদের বডি ওয়াশ-টা ব্যবহার অনেকটা সুবিধাজনক। এগুলো কম ক্ষার যুক্ত হয়ে থাকে এবং অধিক ফেনা তৈরী করে, যাতে সহজে ত্বকের ময়লা পরিষ্কার হয়ে যায়। বডি ওয়াশ শিশুর ত্বকের জন্য বিশেষ ভাবে উপযোগী এর ব্যবহারে শিশুর শরীরে কোন রকম ইরিটেশন হয় না এবং এগুলো সাধারণত মিষ্টি গন্ধযুক্ত হয়ে থাকে। কোন রকম প্রতিক্রিয়া ছাড়াই শিশুর ত্বকের সুরক্ষার জন্য নিচে দেয়া লিংকের পন্য গুলি ব্যবহার করতে পারেন।
বেবি শ্যাম্পুঃ
সাধারণত শিশুদের জন্য নির্দিষ্ট শ্যাম্পু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়, কারণ শিশুদের স্ক্যাল্প খুব সংবেদনশীল এবং সহজেই সংক্রমণ হতে পারে। বেবি শ্যাম্পুতে আছে বিশেষ ফর্মুলা যা ব্যবহারে শিশুর চোখ জ্বালা করবে না। বেবি শ্যাম্পু কম ক্ষার যুক্ত যার জন্য শিশুর মাথার ত্বকে আলতো করে পরিষ্কার করে এবং চুল হয় নরম ও সুস্থ। শিশুর স্ক্যাল্পের সঠিক যত্ন নিশ্চত করতে নিম্নে দেয়া লিংকের শ্যাম্পু ব্যবহার করতে পরেন।
বেবি লোশনঃ
শীতকাল শিশুদের জন্য বেশি সংবেদনশীল। শীতের সময় বাতাসের অতিরিক্ত শুষ্কতা শিশুর ত্বকে প্রভাব ফেলে। এজন্য ত্বকের সুরক্ষায় দরকার পড়ে বেবি লোশনের। যা শিশুর ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ত্বককে করে তোলে আরো লাবন্যময়, কোমল, নরম, ও দীপ্তিময়। শীতে শিশুর জন্য সঠিক বডি লোশন ব্যবহার করাটা অত্যান্ত গুরুত্বপূর্ণ। বাজারে বিভিন্ন ধরনের বেবি লোশন রয়েছে, নিচে দেয়া লিংকে বিশ্বখ্যাত কিছু ব্রান্ডের বেবি লোশন ব্যবহার করতে পরেন।
বেবি ক্রিমঃ
শীতের রুক্ষতা প্রভাব পরে শিশুর মুখের ত্বকে। আমাদের দেশে প্রায়ই দেখা যায় শীতকালে শিশুদের গাল ফেঁটে যায়। শিশুর মুখের ত্বক শীতের রুক্ষতাকে সহ্য করতে না পেরে এমনটা হয়ে থাকে। তাই বাচ্চাদের জন্য বেবি ক্রিম অত্যন্ত প্রয়োজনীয়। অনেক মা-বাবাই শিশুদের বডি লোশন বাচ্চাদের মুখে ব্যবহার করে থাকে, যা একদমই ঠিক না। শিশুর মুখের ত্বককে ময়েশ্চারাইজ করে এমন কিছু উন্নতমানের বেবি ক্রিম নিচে দেয়া লিংকে উন্নতমানের বেবি ক্রিম দেয়াআছঃ
শীতের রুক্ষতা প্রভাব পরে শিশুর মুখের ত্বকে। আমাদের দেশে প্রায়ই দেখা যায় শীতকালে শিশুদের গাল ফেঁটে যায়। শিশুর মুখের ত্বক শীতের রুক্ষতাকে সহ্য করতে না পেরে এমনটা হয়ে থাকে। তাই বাচ্চাদের জন্য বেবি ক্রিম অত্যন্ত প্রয়োজনীয়। অনেক মা-বাবাই শিশুদের বডি লোশন বাচ্চাদের মুখে ব্যবহার করে থাকে, যা একদমই ঠিক না। শিশুর মুখের ত্বককে ময়েশ্চারাইজ করে এমন কিছু উন্নতমানের বেবি ক্রিম নিচে দেয়া লিংকে উন্নতমানের বেবি ক্রিম দেয়া আছে।
লঃ